চর্চাপদ প্রকাশনী বাংলায় একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পত্রিকাটি হবে সম্পূর্ণরূপে প্রবন্ধের। বাংলাভাষায় বিদ্যাচর্চাই উদ্দেশ্য। প্রাতিষ্ঠানিকতার মধ্যে এই কাজ করা খুবই কঠিন। উৎসাহী লেখক-গবেষকরা আকর্ষণীয় মুদ্রন-মাধ্যমের অভাবে আগ্রহ থাকলেও কাজটা করে উঠতে পারেন না। ‘চর্চা’ নামাঙ্কিত পত্রিকাটি সেই সুযোগ করে দেবে। পত্রিকাটির বছরে মাত্র দুটি সংখ্যা প্রকাশিত হবে। সম্পাদনা করবেন : রাঘব বন্দ্যোপাধ্যায়, সহযোগী: দেবর্ষি তালুকদার।
প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে জুলাই ২০১২।
লিখছেন দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র, এণাক্ষী মিত্র, রণবীর সমাদ্দার, হিমাদ্রি লাহিড়ী, অভিজিৎ গুপ্ত, রণবীর লাহিড়ী, অভিজিৎ চক্রবর্তী, সেঁজুতি দত্ত, মলয় মুখোপাধ্যায়, প্রদীপ বসু, প্রণব কান্তি বসু, উৎসা রায়, নীলাঞ্জন দাশ, চণ্ডিকা প্রসাদ ঘোষাল, দেবর্ষি তালুকদার, অভিজিৎ মুখার্জি এবং আশীষ নন্দী-র দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন অনুপ ধর।