Author: ভূদেব মুখোপাধ্যায় Genre:
Rating

prabandha samagraPrabandha Samagra: Bhudev Mukherjee
(Collection of essays by Bhudev Mukherjee)
ed. Manswita Sanyal & Ranjan Banerjee
Rs.1000

সাহেবের নকল করে বাঙালিত্ব বিসর্জন দেব? নাকি বাঙালির নিজস্ব সম্পদগুলো ঘষেমেজে যথাসম্ভব ঝকঝকে করে তুলব? উনিশ শতকের অন্যতম প্রধান বাঙালি চিন্তাবিদ ভূদেব মুখোপাধ্যায় ঋণ ও গ্রহিষ্ণুতার মধ্যে তফাৎ করতেই বাঙালির আচার-বিচার-সমাজ-পরিবারের আদত রূপটি ধরতে চেয়েছেন পাঁঅচটি গ্রন্থে। ঊপনিবেশের রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে অন্তর্জগতের জাতীয়তাবাদের এক মোকাম রচনা করেছিলেন তিনি। দীর্ঘদিন দুষ্প্রাপ্য ভূদেবের সবকটি প্রবন্ধের এই প্রথম এক অখণ্ড সংস্করণ প্রকাশিত হল। সমগ্রটিতে স্থান পেয়েছে পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ, বিবিধ প্রবন্ধ-১ম ও বিবিধ প্রবন্ধ-২য় ভাগ।

One of the pioneering thinkers of 19th century Bengal, Bhudev Mukherjee raised some basic questions – whether we should emulate the sahibs or brush up our own social and cultural wealth for our own sake. He seeks to show up the original image of the traditional society and culture of Bengal in the five books of essays compiled here. Out of print for long, all his books of essays, along with notes and references, are brought together in this edited volume.

ISBN 9789380489049