চর্চাপদ প্রকাশনীর পক্ষে রাঘব বন্দ্যোপাধ্যায় বাংলায় একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। পত্রিকাটি হল সম্পূর্ণরূপে প্রবন্ধের। বাংলাভাষায় বিদ্যাচর্চাই উদ্দেশ্য। প্রাতিষ্ঠানিকতার মধ্যে এই কাজ করা খুবই কঠিন। উৎসাহী লেখক-গবেষকরা আকর্ষণীয় মুদ্রণ-মাধ্যমের অভাবে আগ্রহ থাকলেও কাজটা করে উঠতে পারেন না। ‘চর্চা’ নামাঙ্কিত পত্রিকাটি সেই সুযোগ করে দেবে।
রাঘব বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত চর্চার পঞ্চম সংখ্যা প্রকাশিত হল তাঁরই প্রথম স্মারক বক্তৃতার দিন, ১৫ ডিসেম্বর ২০১৭। নবকলেবরে এই পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করলেন অধ্যাপক স্বপন চক্রবর্তী। তৃতীয় পরিসরের তরফে কার্যনির্বাহী সম্পাদক অসীমকুমার হালদার ও মৃন্ময় প্রামাণিক। মূল পত্রিকায় রাঘব বন্দ্যোপাধ্যায়ের লেখার পাশাপাশি রয়েছে একগুচ্ছ নবীন লেখকের প্রবন্ধ। লিখেছেন সর্বজয়া ভট্টাচার্য, ঋতংকর মুখোপাধ্যায়, দেবারতি তরফদার, ছন্দম চক্রবর্তী, সুমন ভট্টাচার্য, নন্দিনী ভট্টাচার্য, অগ্নীশ্বর চক্রবর্তী, প্রবীর মুখোপাধ্যায়, শোভনলাল দত্তগুপ্ত ও আব্দুল কাফি।
চর্চার পঞ্চম সংখ্যায় রয়েছে একটি বিশেষ ক্রোড়পত্র – নকশালবাড়িঃ বিস্মরণের বিপরীতে। লিখেছেন গৌতম ভদ্র, সুভাষ রায়, সৃজন সেন, ব্রজ রায়, স্বপ্না বন্দ্যোপাধ্যায়, অমিতদ্যুতি কুমার, রত্না চট্টোপাধ্যায়, রীতা বন্দ্যোপাধ্যায়, রাঘবেন্দ্র চট্টোপাধ্যায় ও প্রবীর ভট্টাচার্য, এবং দীপক পিপলাই ও শংকর সান্যাল।