চর্চাপদ প্রকাশনী বাংলায় একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পত্রিকাটি হবে সম্পূর্ণরূপে প্রবন্ধের। বাংলাভাষায় বিদ্যাচর্চাই উদ্দেশ্য। প্রাতিষ্ঠানিকতার মধ্যে এই কাজ করা খুবই কঠিন। উৎসাহী লেখক-গবেষকরা আকর্ষণীয় মুদ্রন-মাধ্যমের অভাবে আগ্রহ থাকলেও কাজটা করে উঠতে পারেন না। ‘চর্চা’ নামাঙ্কিত পত্রিকাটি সেই সুযোগ করে দেবে। পত্রিকাটির বছরে মাত্র দুটি সংখ্যা প্রকাশিত হবে। সম্পাদনা করবেনঃ রাঘব বন্দ্যোপাধ্যায়, সহযোগীঃ দেবর্ষি তালুকদার।
ফেব্রুয়ারী ২০১৪তে প্রকাশিত হল চর্চার চতুর্থ সংখ্যা। লিখেছেন আশিস নন্দী (অনুপ ধর), পুণ্যব্রত গুন, সৌরভ করগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, নিখিলেশ গুহ, রতন দাশগুপ্ত, দেবর্ষি তালুকদার, প্রবীর মুখোপাধ্যায়, দেবমাল্য দাস ও সম্রাট সেনগুপ্ত।