Author: দ্বিতীয় সংখ্যা Genre:
Rating

Charcha 2

চর্চাপদ প্রকাশনী বাংলায় একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পত্রিকাটি হবে সম্পূর্ণরূপে প্রবন্ধের। বাংলাভাষায় বিদ্যাচর্চাই উদ্দেশ্য। প্রাতিষ্ঠানিকতার মধ্যে এই কাজ করা খুবই কঠিন। উৎসাহী লেখক-গবেষকরা আকর্ষণীয় মুদ্রন-মাধ্যমের অভাবে আগ্রহ থাকলেও কাজটা করে উঠতে পারেন না। ‘চর্চা’ নামাঙ্কিত পত্রিকাটি সেই সুযোগ করে দেবে। পত্রিকাটির বছরে মাত্র দুটি সংখ্যা প্রকাশিত হবে। সম্পাদনা করবেন : রাঘব বন্দ্যোপাধ্যায়, সহযোগী: দেবর্ষি তালুকদার।

জানুয়ারী ২০১৩ তে প্রকাশিত হল চর্চার দ্বিতীয় সংখ্যা ।