Author: অভিজিত সেনগুপ্ত Genre:
Rating

sdiarySundarbaner Diary

Abhijit Sengupta

বাংলার এই জলজঙ্গল এলাকা এক স্বতন্ত্র ভূখণ্ড। যার প্রথম বৃত্তান্তটি লিখেছিলেন পার্জিটার সাহেব। প্রকৃতির উপর নির্ভরশীল আবার প্রকৃতির রুদ্ররোষের শিকার এখানকার মানুষ। বাদা এলাকার বিবরণনামায় অভিজিত সেনগুপ্ত-র বইটি বিশেষভাবেই স্মরণীয়। প্রকৃতি এবং মানুষের এক যুগলবন্দী বইটি। জল-জঙ্গলের গল্প, জোয়ার-ভাঁটার হিসেব, বাদা-আবাদের কাব্য। আর এখানকার মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা অনিশ্চয়তার ১৪টি ভাষ্য। অভিজিত সেনগুপ্ত-র এই বইটি প্রায় তিন দশক আগে প্রথম প্রকাশিত হয়। সমাদরও জুটেছিল যথেষ্ট। বর্তমান সংস্করণটি তারই পরিমার্জিত রূপ। বইটি এবারও নতুনভাবে সাজিয়েছেন শিল্পী যুধাজিৎ সেনগুপ্ত।

This marshy region of Bengal is almost a separate landmass, whose first account was written by F.E. Pargitar. The inhabitants here are dependent on nature, again victims of nature’s fury. This book by Abhijit Sengupta is remarkable as a document on the harmony between nature and man. It is a story of the riverine forests, a record of the ebb and tide and the poetry of the tide-country, and fourteen different interpretations of the uncertainties woven with the human existence. This book by Abhijit Sengupta was published almost three decades ago and was quite acclaimed. The present book is its edited version. This book has been again newly decorated by artist Judhajit Sengupta.

ISBN 9789380489070